Sunday, January 1, 2017

BCS written preparation

১। নারী নির্যাতন
--------------------
২০১৬ সালে ৭২৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ পরবর্তী সময়ে ৩৭ জনকে হত্যা করা হয় এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেন ৮ জন। ২০১৫ সালে ৭’শ অতিক্রম না করলেও গতবছর তা ছাড়িয়ে যায়। ২০১৪ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৬’শ ৬৬জন। ২০১৩ সালে যা ছিল ৪০১ জন।
--- আইন ও সালিশ কেন্দ্র , প্রথম আলো , ৩১ ডিসেম্বর
,
বছরের প্রথম তিন মাসে ৭৫টি শিশু বিভিন্নভাবে হত্যার শিকার হয় (১৩ এপ্রিল ২০১৬, প্রথম আলো)। শিশু ধর্ষণ, নিপীড়ন, অপহরণের তালিকাও দীর্ঘ।
.===========
২। সড়ক পরিণত হয় মৃত্যুর ফাঁদে। বছরের ১১ মাসে তিন হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে (১ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো)।
.
৩। চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
===============
================
১৪-১৫ অক্টোবর। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফর করেন। এটা ৩০ বছর পর কোনো চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। এর আগে প্রেসিডেন্ট লি জিয়ান ইয়ান এসেছিলেন ১৯৮৬ সালে। বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভূরাজনৈতিক দিক থেকে চীনা প্রেসিডেন্টের এই সফরের তাৎপর্য অনেক। এই সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীন বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে মোট ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।
..
..
৪। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি
===============
=============
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে হ্যাকাররা চুরি করে নিয়ে যায় ১০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে আর ২ কোটি ডলার শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত ফেরত পাওয়া গেছে ১ কোটি ৫২ লাখ ডলার। ফেরত পেতে বাকি আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।
.
৫। প্রবাসী আয়
============
প্রবাসী আয় (৯৫ কোটি ডলার) ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রবাসী আয় কমেছে প্রায় ১৬ শতাংশ।
মূলত তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধাক্কা খেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানকারী প্রবাসীদের আয় পাঠানোই সবচেয়ে বেশি কমেছে। এ ছাড়া ব্রেক্সিটের পর ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মুদ্রার দামও পড়ে গেছে। আবার অবৈধ পথেও প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে অনেক। এসব কারণেই প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ ্
.
৬। সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার (এমডিজি) মূল্যায়ন
.
সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার (এমডিজি) ৮টি লক্ষ্যের অন্তর্ভুক্ত ২১টি টার্গেটের মধ্যে নির্ধারিত সময়ের আগেই ১৩টি টার্গেট অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে দারিদ্রের হার কমিয়ে আনা, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পাওয়া-অর্থনৈতিক
ও সামাজিক অধিকারের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির উদাহরণ।

collected from>Zakir's BCS specials

BCS written,science and technology

BCS written,science and technology syllabus 2017

Pdf slide view,scroll down to read

Saturday, December 31, 2016

BCS written preparation international affairs

৩৭তম বিসিএস লিখিত প্রস্তুতি

......................................................
আন্তর্জ‌া‌তিক বিষয়াবলীর ধারণাপত্র
============================
Empirical বিষয়সমূহ(১৫×৩):
==============================
১,জা‌তিসংঘ ( শান্তিরক্ষা, সংস্কার , নিরাপত্তা পরিষদ প্রভৃতি আরো অনেক কিছু পাবেন )
২.বাংলা‌দেশ -চীন সম্পর্ক: চী‌নের প্র‌সি‌ডেন্টের বাংলা‌দেশ সফরে বাংলাদেশের লাভ -ক্ষতি
৩. বাংলা‌দেশ -ভারত সম্পর্ক ( তিস্তা ইস্যু )
৪. রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্র্যাম্প আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি , সমরনীতি কতটুকু পরিবর্তন হতে পারে ?
৫. EU থেকে বৃটেন বেরিয়ে যাওয়ায় ইইউ কিংবা বৃটেন কতটুকু ক্ষতিগ্রস্ত বা লাভবান হতে পারে ? মূল্যায়ন করুন। বৃক্সিটের ফলে কি বিশ্ব নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নে প্রভাব হ্রাস পাবে ?
৬. বিশ্ব অভিবাসী সংকট মোকাবেলায় বিশ্ব নেতৃত্ববৃন্দের করণীয় কী ? (ভূ-মধ্য সাগরে ভাসছে মানবতা)
৭. জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি বিশ্ব জলবায়ু পরিবর্তন / বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা কতটুকু ভূমিকা পালন করতে পারে?
৮. বিশ্ব সন্ত্রাসে আইসিসের উত্থান পর্যালোচনা করুন।
৯. সিরিয়ান সংকট মোকাবেলায় করণীয় কী ?
১০.জাতিগত সংঘাত তথা ভারত -পাকিস্তানের মধ্যকার কাশ্মীর সমস্যা সমাধানে করণীয় কী ?
=============================
Problem solving (১৫ ×১)
=============================
১. রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি কীরুপ ? এই সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয় কী?
.
২. সম্প্রতি বাংলাদেশে বৈশ্বিক সন্ত্রাসের হাওয়া লেগেছে ; এই বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের করণীয় কী ?
.
৩. ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃক্সিটের ফলে বাংলা‌দে‌শের অর্থনী‌তি‌ কী ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি হয় তাহলে এর থেকে উত্তরণে বাংলাদেশের করণীয় কী ?
.
৪. জিএসপি পুনুরুদ্ধারে বাংলাদেশের করণীয় কী ?
.
৫. বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত সমস্যার প্রধান বাধাসমূহ চিহ্নিত করে এগুলো দূরকরণে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা করুন। ।
৬. বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভোমরা হলো বৈদেশিক রেমিট্যান্স বা প্রবাসী আয় । এবছর প্রবাসী আয় আশঙ্কাজনকহারে কমে গেছে । প্রবাসী আয় নির্ভর
করে বৈদেশিক শ্রম শক্তির উপর । বাংলাদেশের বৈদেশিক শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত সমস্যা, দূর্বলতা দূরীকরণে বাংলাদেশের করণীয় কী?
=====================
সর্টস নোটগুলো
.
২-৩টা গাইড থেকে দেখে নিতে হবে । ৩৫ -৩৬ প্রশ্ন দেখুন, বুঝতে পারবেন কী কী টপিকস থেকে প্রশ্ন হয়
যেমন :
রাষ্ট্রর প্রকারভেদ উপাদানসমূহ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি বিষয়ক কনভেশন, কূটনৈতিকের দায়মুক্তি, কূটনৈতিক দায়িত্ব কর্তব্য, বিশেষ কিছু ডিপ্লোমেসি ,জলবায়ু সংক্রান্ত চুক্তি -সংস্থা- কনভেশন , সম্মেলন, টেকসই উন্নয়ন, Breton woods সম্মেলন ও ইনস্টিটিউশন, বিশ্বব্যাংক, আইএমএফ, ব্রিক্স, জাতিসংঘের কিছু অঙ্গ সংগঠন( যেমন আন্তর্জাতিক আদালত , সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, ) বিশ্বায়ন, কিছু কনভেশন , পার্থক্য জাতীয় কিছু ( যেমন ট্রাক্স -ট্যারিফ, ট্রানজিট -ট্রানশিপমেন্ট প্রভৃতি এ রকম আরো পাবেন । ) বিশ্ব বাণিজ্য সংক্রান্ত কিছু টার্ম, মানবাধিকার, ন্যাম, ওয়াইসি , ন্যাটো । প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সংক্রান্ত কিছু টার্ম কনভেনশন , ভূ-রাজনীতি/ অর্থনীতি সংক্রান্ত কিছু টার্ম , মার্কিন নির্বাচন সংক্রান্ত কিছু টার্ম যেমন: ইলেকটরাল কলেজ , সুইং স্টেট ) , পারমানবিক অস্ত্র সংক্রান্ত কিছু চুক্তি , সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কোন একটি টপিকস থেকে একটি প্রশ্ন থাকতে পারে ,ইত্যাদি ইত্যাদি ।
.
কোন গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়লে কমেন্টে লিখুন । সব সময় মাথায় সবকিছু থাকে না ।
. =============================================================
পূনশ্চঃ
আন্তর্জাতিক নিয়ে বেশি টেনশন না করাই ভালো, কারণ প্রশ্ন একটু সহজই হয় । আপনি যা যা পড়েছেন ওগুলো দিয়েই হবে । শুধু উপস্থাপনাগত বৈচিত্র আনা , ডাটা, ছক , ক্ষেত্র বিশেষে মানচিত্র দেওয়ার চেষ্টার করতে হবে । । তাছাড়া, একই দিনে গণিত পরীক্ষা ৩ ঘণ্টা দেওয়ার পর তেমন এনার্জি থাকে না , আর গণিত প্রশ্ন কঠিন হলো ত কোন কথাই নাই ।

collected from> affairs

Zakir's BCS specials

BCS written english and bangla composition


পড়ুন, খুবই গুরুত্বপূর্ন bcs ইংরেজি রচনা +
বাংলা রচনা
,
cyber crime: ব্যাংকের নানা কীর্তি ২০১৬ সাল ছিল দেশের ব্যাংকিং খাতের জন্য অশুভ বছর
আর্থিকজালিয়াতির পাশাপাশি বছরে  ব্যাংকগুলোতে তথ্যপ্রযুক্তি নিরাপত্তার
বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসেরিজার্ভ চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই বেসরকারি খাতের তিন
ব্যাংকের কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়া হয়
দুটি ঘটনাতেই সরাসরি বিদেশিদের সম্পৃক্ততা পাওয়া যায়
২০১৬ সালে খেলাপি ঋণও লাগামহীন বাড়তে থাকে
 রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগের পর দুর্বল হয়ে পড়ে নিয়ন্ত্রক সংস্থা
 যার প্রভাবে পুরো ব্যাংক খাত হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন
,
বিশ্বের বড় সাইবার চুরি:
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে
১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়
ঘটনায় দায় স্বীকার  করে পদত্যাগে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান
সরিয়ে দেওয়া হয় দুই ডেপুটি গভর্নরকেও
 চুরি হওয়া অংশের কিছু ফেরত পাওয়ার পর বাকি রয়েছে কোটি ৫৮ লাখ ডলার তা ফেরত
পাওয়া নিয়ে কোনো অগ্রগতি হয়নি
  ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টও আলোর মুখ দেখেনি
 বাংলাদেশ দায়ী করছে
বিদেশিদের আর তারাও বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে
রিজার্ভ চুরির ঘটনা এখন সারা বিশ্বে বড় সাইবার চুরি হিসেবে পরিচিত
,
এটিএম কার্ড জালিয়াতি আতঙ্ক:
,
ব্যাংকে লাইন দেওয়ার পরিবর্তে সহজেই টাকা তুলতে গ্রাহকেরা
এটিএম ব্যবহার করছেন তবে ফেব্রুয়ারি তিন ব্যাংকের কার্ড
জালিয়াতির ঘটনা সবার মাঝে ভীতি ছড়িয়ে দেয় এদিন বেসরকারি
খাতের ইস্টার্ন, সিটি ইউসিবিএলের চার এটিএম বুথে স্কিমিং মেশিন
দিয়ে কার্ড জালিয়াতি করা হয় পরে নতুন কার্ড তৈরি করে গ্রাহকের
হিসাব থেকে টাকা তুলে নেয় বিদেশিরা ঘটনায় বিদেশিদের
পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদেরও সম্পৃক্ততা পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী
,
এমডিকে অপসারণ, ভারপ্রাপ্ত এমডি
আটক: ০১৫ সালের পর ২০১৬ সালেও
অগ্রণী ব্যাংক নিয়ে বিপাকে ছিল
অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক
আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন করায় গত ২৯ জুন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক
ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে ৯০৬ কোটি টাকা অনিয়মের অভিযোগ
আনা হলেও পরে ৭৯২ কোটি টাকা অনিয়মের জন্য অভিযোগ গঠন করা হয়এমডিকে
 অপসারণের পর অর্থ মন্ত্রণালয় থেকে ৩০ জুন জ্যেষ্ঠ ডিএমডি মিজানুর
রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়
সকালে দায়িত্ব পাওয়ার পর বিকেলে দুর্নীতি দমন কমিশন তাঁকে আটক করে
,
লাগামহীন খেলাপি ঋণ: খেলাপি
ঋণ এক অঙ্কে নামিয়ে আনতে ২০১৫ সালে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক
ঋণ নীতিমালা তদারকি করার কথা থাকলেও নিজেই গ্রাহকদেরঋণ পুনঃ তফসিল করে দেয় বাংলাদেশ ব্যাংক
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান
নিজের গ্রুপের ঋণে বিশেষ সুবিধা দাবি করলে ২০১৫ সালে ৫০০ কোটি
টাকার বেশি সব গ্রহীতার জন্যই ঋণ পুনর্গঠন নীতিমালা করে কেন্দ্রীয়
ব্যাংক সময়ে ১৫ হাজার কোটি টাকার ঋণ বিশেষ সুবিধায় পুনর্গঠন করা হয়
 ফলে ২০১৫ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ কমে আসে
তবে ২০১৬ খেলাপি ঋণ কমে আসে তবে ২০১৬সালের জানুয়ারি-জুন
সময়েইখেলাপি ঋণ বেড়ে হয় ১১ হাজার ৯৯৪কোটি টাকা ফলে গত
জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ৩৬৫কোটি টাকা
সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা
  ছাড়া অবলোপন করা হয় ৪২ হাজার ৩২১ কোটি টাকার ঋণ
 দুটোকে হিসাবে নিয়ে ২০১৬ সালে লাখ কোটি টাকাছাড়িয়ে যায় ব্যাংক খাতের খেলাপি ঋণ
,
দুর্বল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ চুরির ঘটনায় আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ
 ব্যাংকের গভর্নর করা হয় সাবেক অর্থসচিব ফজলে কবিরকে
 এরপর থেকে স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তা হারাতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক
ব্যাংকগুলোর ওপর দুর্বল হয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থা,
 বিশেষকরে সাবেক আমলা রাজনীতিবিদদের ব্যাংকগুলোর ওপর
আবার কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সুযোগ-সুবিধা কমিয়ে আনা শুরু করেছেন নতুন গভর্নর
ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে
 নিজেদের সুবিধা কমে আসা নিয়ন্ত্রণ ক্ষমতা হারানোর ফলে হতাশ হয়ে পড়ছেন দক্ষকর্মকর্তারা
দিনপঞ্জী
ফেব্রুয়ারি --- কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ফেব্রুয়ারি  তিন ব্যাংকের
 এটিএম কার্ড জালিয়াতি ১৫মার্চ
গভর্নর পদ থেকে আতিউর রহমানের পদত্যাগ,
 নতুন গভর্নর ফজলেকবির ২৯জুন
 দুর্নীতির দায়ে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ,
 ডিএমডি মিজানুর রহমান আটক ১৬আগস্ট
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী রূপালী ব্যাংকের নতুন এমডি নিয়োগ
collected from>Zakir's BCS specials